ব্রেক্সিট নিয়ে আলোচনায় প্রস্তুত ইইউ
প্রকাশ : ১১ জুন ২০১৭, ০৩:২১
জাগরণীয়া ডেস্ক
ব্রেক্সিট নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছেন জার্মানির চ্যাঞ্চেলর অ্যাঞ্জেলা মের্কেল। গত ৮ জুন বৃহস্পতিবারের নির্বাচনে থেরেসা মে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তার অধীনে ব্রেক্সিট (ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া) নিয়ে আলোচনা শুরুতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন মের্কেল।
আগামী ১৯ জুন (সোমবার) ব্রেক্সিট নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। বেক্সিট প্রক্রিয়া নির্বিঘ্ন করতে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য তিন বছর আগেই নির্বাচন দিলেও থেরেসার নেতৃত্বাধীন দল উল্টো ১৩টি আসন হারিয়েছে। হাউজ অব কমন্সে ৩০ আসন বেড়েছে প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির।
সরকার গঠনে এখনও আট আসন দরকার কনজারভেটিভদের। ফলে ব্রেক্সিট নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সূত্র : বিবিসি