যৌন হয়রানিকে বিদ্রূপ, ১০ হার্ভার্ড শিক্ষার্থীকে বহিষ্কার

প্রকাশ : ০৮ জুন ২০১৭, ১৫:১৬

জাগরণীয়া ডেস্ক

যৌন হয়রানি বিষয়ে বিদ্রুপ করে একটি প্রাইভেট ফেসবুক পেইজে 'অশ্লীল' মেমে পোস্ট করার দায়ে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড কলেজ থেকে ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানটির পত্রিকা ক্রিমসন-এ এ খবর প্রকাশ করা হয়েছে।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, ওই শিক্ষার্থীরা শিশু নিপীড়ন, যৌন হয়রানি, শিশু যৌনাচার আর হত্যাকাণ্ড সম্পর্কিত বিষয়ে বিদ্রুপ করে পোস্ট করেছিল।

কলেজটির পত্রিকায় আরও বলা হয়, ওই শিক্ষার্থীদের দলটি সংখ্যালঘুদের নিয়ে বর্ণবাদী আচরণও প্রদর্শন করেছে।

অন্যদিকে, হার্ভার্ড কর্তৃপক্ষের দেওয়া এই শাস্তিকে ‘অনেক কঠোর’ হিসেবে আখ্যা দিয়ে সমালোচনা করেছেন মুক্তবাক সমর্থকরা।

প্রতিবেদনে বলা হয়, মেমে আর ‘প্রাপ্তবয়স্ক’ কনটেন্টে আগ্রহী এমন শিক্ষার্থীদের জন্য ওই পেইজ খোলা হয়। এতে কেউ যোগ দিতে চাইলে তাকে একটি ‘উস্কানীমূলক’ মেমে তৈরি করে পোস্ট করতে হয়। গ্রুপটি সম্পর্কে জানার পর হার্ভার্ড প্রশাসন এটি খুঁজে বের করে ও এতে শিক্ষার্থীরা কী করছে তা জিজ্ঞাসা করে তদন্ত শুরু করে।

এক সপ্তাহ পর অন্তত ১০ শিক্ষার্থীকে বলা হয় যে হার্ভার্ড-এ ভর্তির জন্য তাদেরকে দেওয়া প্রস্তাব তুলে নেওয়া হয়েছে।

হার্ভার্ড ল’ স্কুল- এর অধ্যাপক অ্যালান ডেরশোয়িটজ বলেন, কলেজটি ভর্তির প্রস্তাব তুলে নেওয়ার মাধ্যমে সীমার বাইরে চলে গেছে। 

তিনি ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান-কে বলেন, শিক্ষার্থীদের আলাপে সেন্সর করার মাধ্যমে তাদের ব্যক্তিগত জীবনে “গভীরভাবে অনধিকার প্রবেশ” করেছে। এটি মুক্তবাক আইনের লঙ্ঘন। 

এই সিদ্ধান্ত জড়িত শিক্ষার্থীদের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত