ফিলিস্তিনে রমজানে বিয়ে বিচ্ছেদ নয়

প্রকাশ : ২৯ মে ২০১৭, ১৭:৩৫

জাগরণীয়া ডেস্ক

মাহে রমজানে বিবাহ বিচ্ছেদের আবেদন মঞ্জুর না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন ফিলিস্তিন ইসলামি আদালতের প্রধান বিচারপতি মাহমুদ হাবাশ। 

আল জাজিরার এক খবরে বলা হয়, মাসব্যাপী রোজায় হঠকারী শব্দ উচ্চারণ হওয়ার শঙ্কা রয়েছে। যার কারণে ব্যক্তি পরবর্তীতে অনুতপ্ত হয়ে থাকতে পারে। এ দৃষ্টিকোণ থেকে এ মাসে ডিভোর্স মঞ্জুর না করার নির্দেশনা দিয়েছেন বিচারক। 

বিচারক মাহমুদ হাবাশ এক বিবৃতিতে বলেন, রোজা রেখে ধূমপান করতে না পেরে অনেকে মেজাজ হারিয়ে ফেলেন এবং চড়া গলায় কথা বলেন। এ থেকে বিবাহিত জীবনে সমস্যার সৃষ্টি হয়। মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে দ্রুত বাজে সিদ্ধান্ত নিয়ে নেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্যমতে, ২০১৫ সালে অধিকৃত পশ্চিম তীর ও গাজায় ৫০ হাজার বিবাহ সম্পন্ন হয়েছে। এসময়ে ৮ হাজার ডিভোর্স নিবন্ধন করা হয়েছে। বেকারত্ব ও দারিদ্র্যতা বিচ্ছেদের অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। 

ফিলিস্তিনে বিয়ে ও বিয়ে বিচ্ছেদ কেবল শরিয়া আদালতের মাধ্যমেই সম্পন্ন করতে হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত