ভালোবাসা খুঁজে পেলেন এসিডে ঝলসানো ললিতা
প্রকাশ : ২৬ মে ২০১৭, ২২:৩৯
চেহারা নয়, ভালোবাসাতে মনের সৌন্দর্যই মুখ্য। এসিডে ঝলসানো ললিতা বেন বানসিকে বিয়ে করে তা প্রমাণ করলেন রবি শঙ্কর নামের এক তরুণ। ভালোবাসার মানুষকে কাছে পেয়ে খুশি বর-কনে উভয়েই।
ভারতের মুম্বাই শহরে এমনই এক জুটির বিয়ে অনুষ্ঠিত হয়।
২০১২ সালের ঘটনা। এক আত্মীয়ের ছোড়া এসিডে ঝলসে যায় ললিতার শরীর। নষ্ট হয় শারীরিক সৌন্দর্য। আস্তে আস্তে নিজেকে অন্ধকার ঘরের মধ্যে বন্দী করে রাখতেন। বিয়েটা তার কাছে অলৌকিক ঘটনা বলে মনে হচ্ছে বলে জানান ললিতা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে ললিতা বলেন, কে ভেবেছিল, এসিডে ঝলসানো ও ১৭টি অস্ত্রোপচারের পর আমি ভালোবাসা খুঁজে পাব। কিন্তু এটাই হলো।
এদিকে ললিতাকে পেয়ে বেশ খুশি রবি। একটি সিসিটিভি কোম্পানিতে চাকরি করেন তিনি। রবি জানান, ললিতাকে প্রথম থেকে ভালোবাসেন তিনি। আর তাকে খুঁজে পাওয়ার ঘটনাটাও বেশ মজার। মুঠোফোনে একটি নম্বর থেকে ভুলে কল চলে আসার পর থেকে তাদের ভালোবাসা শুরু হয়।
ললিতা-রবির বিয়েতে বলিউডের নামী-দামি তারকারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন অভিনেতা বিবেক ওবেরয়। তিনি ললিতাকে ‘সত্যিকারের বীর’ উপাধি দেন। প্রশংসা করেন রবির ভালোবাসারও।
খাতা-কলমে ভারতে প্রতিবছর এক হাজার জন এসিড নিক্ষেপের শিকার হন। এছাড়া হিসাবের বাইরে থেকে যান এসিড আক্রমণের শিকার অনেকেই।