ধর্ষক ধর্মগুরুর জননাঙ্গ কেটে ফেললেন তরুণী!
প্রকাশ : ২১ মে ২০১৭, ১৮:১২
কেরালার এক আইনের ছাত্রীর বিরুদ্ধে এক হিন্দু ধর্মগুরু বা স্বামীর জননাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে। ২০ মে (শুক্রবার) রাতে ভারতের কেরালা প্রদেশে এ ঘটনা ঘটে।
তরুণীর দাবি, স্বামী গণেশানন্দ তাঁকে নিজ গৃহে অনেকদিন ধরে ধর্ষণ করে আসছিলেন। কোল্লাম আশ্রমের সদস্য গণেশানন্দ স্থানীয় মানুষের কাছে হরি স্বামী নামেও পরিচিত।
কেরালার মুখ্যমন্ত্রী একে সাহসী কাজ অ্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘এটি সাহসী ও শক্তিশালী একটি কাজ হয়েছে।’
২৩ বছর বয়সী মেয়েটি পুলিশকে জানান, ৫৪ বছর বয়সী স্বামী গণেশানন্দ ১৬ বছর বয়সে তাঁকে প্রথম ধর্ষণ করেন। গণেশানন্দ তাঁর মায়ের সঙ্গে দেখা করার জন্য তাঁদের বাড়িতে আসতেন। সুযোগ পেলেই তিনি তাঁকে ধর্ষণ করতেন।
গত রাতে গণেশানন্দ তাঁদের বাড়িতে এসে তাঁকে ধর্ষণের জন্য জোরাজুরি করতে থাকেন। তখন তিনি একটি ছুরি দিয়ে তাঁর জননাঙ্গ কেটে ফেলেন। তারপর দ্রুত পুলিশকে খবর দেন।
অভিযুক্ত গণেশানন্দকে কেরালার ত্রিবান্দরাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি বিশেষজ্ঞ চিকিৎসকদল তাঁর প্লাস্টিক সার্জারি করেছেন।
চিকিৎসকরা জানান, তিনি এখন আশঙ্কামুক্ত।
কেরালা রাজ্যের মহিলা পরিষদের সদস্য প্রমীলা দেবী বলেছেন, এটা গ্রহণযোগ্য নয়। ধর্ষককে শাস্তি দেওয়ার এটা কোনো উপযুক্ত উদাহরণ হতে পারে না।
এ ঘটনায় পুলিশ যৌন নির্যাতন থেকে শিশুদের সুরক্ষা আইন (পিওসিএসও)-এর আওতায় একটি মামলা নথিভুক্ত করেছে।