হংকংয়ে স্বাধীনতাকামী দুই অ্যাক্টিভিস্ট গ্রেপ্তার
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৭, ১৭:৩০
হংকংয়ে স্বাধীনতাকামী সক্রিয় দুই অ্যাক্টিভিস্টকে বুধবার গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পার্লামেন্টে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ দায়ের করা হয়। এর আগে, গত বছর আইনপ্রণেতা হিসেবে আসন গ্রহণ থেকে বিরত থাকতে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। খবর বার্তা সংস্থা এএফপি’র।
তাদের দল ইয়ংস্পিরেশনের ফেসবুক পেজে বলা হয়েছে, বগিও লিউং ও ইয়াউ ওয়াই-চিংকে বুধবার সকালে তাদের অ্যাপার্টমেন্ট থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ‘বেআইনি সমাবেশ’ করার দায় আনা হয়।
এর আগে, তারা চীনের শাসন থেকে হংকংকে পুরোপুরিভাবে বেরিয়ে আসার জন্য নতুন করে আন্দোলনের ডাক দেন। এর ফলে উদ্বেগ বেড়ে যাওয়ায় নগরীর স্বাধীনতা হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছে দেশটির প্রশাসন। ২০১৪ সালে বিক্ষোভের ঘটনায় গত মাসে গণতন্ত্রপন্থী নয়জন সক্রিয় অ্যাক্টিভিস্টকে অভিযুক্ত করার পর সর্বশেষ গ্রেপ্তারের এ ঘটনাটি ঘটলো।
সূত্র: এএফপি