জন্মের চার মাস পর সন্তানের মুখ দেখলেন মা

প্রকাশ : ২১ এপ্রিল ২০১৭, ১৬:৫৯

জাগরণীয়া ডেস্ক

চার মাস আগে অ্যামেলিয়ার কোলে সন্তান এসেছিল। কিন্তু এ সময়ের মধ্যে একপলকের জন্যও নবজাতককে দেখতে পাননি তিনি। কারণ, সন্তান জন্মের আগে থেকেই অচেতন ছিলেন অ্যামেলিয়া।

আর্জেন্টিনার নাগরিক অ্যামেলিয়া বান্নান একজন নারী পুলিশ কর্মী হিসেবে কাজ করতেন। গত বছর ডিসেম্বরে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হন। তখন থেকেই অচেতন অবস্থায় ছিলেন তিনি।

অচেতন অবস্থায় অ্যামেলিয়া জন্ম দেন একটি ছেলেশিশু। তার নাম রাখা হয় স্যান্তিনো। শিশুটি চোখে আলো দেখলেও দেখতে পারেননি মা অ্যামেলিয়া। কারণ, তখনো তাঁর জ্ঞান ফেরেনি।

অ্যামেলিয়ার ভাই সিজার বলেন, ‘২০১৭ সালের শুরুর দিকে সে (অ্যামেলিয়া) একটু নড়াচড়া করত। এটা জ্ঞান ফেরার লক্ষণ ছিল।’

“গত বৃহস্পতিবার আমরা ক্লিনিকে তার কক্ষে ছিলাম। হঠাৎ কেউ বলে উঠল ‘হ্যাঁ’। আমরা তখন তাঁর কাছে গেলাম। সে অনেক জোরে নড়াচড়া করছিল।”

২০১৬ সালের ১ নভেম্বর স্বামীর সঙ্গে গাড়িতে করে যাচ্ছিলেন অ্যামেলিয়া। পথে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। এতে গুরুতর আহত হন অ্যামেলিয়া। সে সময় অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। 

সিজার বলেন, জ্ঞান ফেরার পর স্যান্তিনোকে নিয়ে আসা হয় অ্যামেলিয়ার কাছে। কিন্তু সন্তানকে দেখে ভাবলেন, সেটি তাঁর বোনের সন্তান। পরে পরিবারের সবাই মিলে তাঁকে খুশির খবর শোনায়।

অ্যামেলিয়ার চিকিৎসকরা জানান, বিজ্ঞানের সব যুক্তিকে মিথ্যা প্রমাণিত করেছেন অ্যামেলিয়া। এটা একটা অলৌকিক ঘটনা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত