‘অটিস্টিকদের সহায়তায় এগিয়ে আসতে হবে রাষ্ট্রকে’

প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৭, ১৭:৫৭

জাগরণীয়া ডেস্ক

ভুটানের থিম্পুতে অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে, এ ধরণের জটিলতায় আক্রান্তদের সহায়তায় রাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, অটিস্টিকদের মর্যাদার সঙ্গে জীবনযাপনের সুযোগ করে দিতে রাষ্ট্রকে কার্যকর নীতি ও কর্মসূচি নিতে হবে।

১৯ এপ্রিল (বুধবার) সকালে শেখ হাসিনা থিম্পুর রাজকীয় আপ্যায়ন হলে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারস’ শীর্ষক তিন দিনের এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।

আসুন, আমরা তাদের বহুমুখি প্রতিভার স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার করি এবং তাদের মর্যাদার সঙ্গে জীবনযাপনের সুযোগ করে দিই, যাতে করে তারা সমাজের মূলধারায় সম্পৃক্ত হতে পারে।

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পুনম ক্ষেত্রপাল সিংও অনুষ্ঠানে বক্তব্য দেন।

শেখ হাসিনা বলেন, একজন মানুষ যে ধরনের প্রতিবন্ধিতারই শিকার হোক না কেন, সম্মানের সঙ্গে বাঁচার, সবার ভালোবাসা পাওয়ার অধিকার তার আছে। 

তিনি অটিজম সচেতনতা তৈরিতে বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা অনুষ্ঠানে তুলে ধরেন এবং আগামী দিনগুলোতে অটিজম ও প্রতিবন্ধিতায় আক্রান্ত মানুষগুলোর জীবনমানে পরিবর্তন আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা হোসেন ওয়াজেদও এ সম্মেলনে অংশ নিচ্ছেন; যিনি বাংলাদেশের জাতীয় অটিজম বিষয়ক উপদেষ্টা কমিটির চেয়ারপারসন।

বাংলাদেশ ও ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে; কারিগরি সহায়তা দিচ্ছে সূচনা ফাউন্ডেশন (সাবেক গ্লোবাল অটিজম), অ্যাবিলিটি ভুটান সোসাইটি (এবিএস) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া কার্যালয়।

এ সম্মেলনের প্রতিপাদ্য - ‘এএসডি ও অন্যান্য নিউরো ডেভেলপমেন্টাল সমস্যায় ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য কার্যকর ও টেকসই বহুমুখী কর্মসূচি’।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত