‘শিগগির তিস্তার সমাধান পাবো’

প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৭, ১৭:০৬

জাগরণীয়া ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তার দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিস্তা। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিস্তা বিষয়ে শিগগির সমাধান আসবে বলে আমি বিশ্বাস করি।

৮ এপ্রিল (শনিবার) দুপুরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে দুই নেতা একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠকের পর আনুষ্ঠানিক ব্রিফিং করে কথা বলেন। তাদের ব্রিফিংয়ের আগে বাংলাদেশ ও ভারতের মধ্যে ২২টি চুক্তি সই হয়।

ব্রিফিংয়ে নরেন্দ্র মোদি বলেন, তিস্তা ইস্যু বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূণ বিষয়। কেবল শেখ হাসিনার সরকার ও আমার সরকারই পারে তিস্তা নদীর পানি বণ্টন ইস্যুর দ্রুত সমাধান করতে।

আর শেখ হাসিনা বলেন, তিস্তা ইস্যুতে আলোচনা হয়েছে। আমি বিশ্বাস করি আমরা শিগগির এ বিষয়ে সমাধান পাবো।

শেখ হাসিনার ভারত সফর বাংলাদেশ-ভারতের সম্পর্কের আরেকটি সোনালি অধ্যায় মন্তব্য করে মোদি বলেন, এই সফরের মাধ্যমে আমরা আরেকটি সোনালি অধ্যায়ের (গেল্ডেন এরা) মধ্য দিয়ে গেলাম। যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্জন, অংশীদারিত্বকে এগিয়ে নেবে।

ভারত-বাংলাদেশ সম্পর্ক দীর্ঘজীবী হোক বলেও শুভকামনা করেন প্রধানমন্ত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত