একান্ত বৈঠকে হাসিনা-মোদি

প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৭, ১৩:২২

জাগরণীয়া ডেস্ক

বহুল কাঙ্ক্ষিত বৈঠকে বসেছেন নয়াদিল্লি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকের পর হবে দুই নেতার অংশগ্রহণে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বৈঠক।

৮ এপ্রিল (শনিবার) স্থানীয় সময় দুপুর ১২টার কিছুক্ষণ পর (বাংলাদেশ সময় সাড়ে ১২টা) নয়াদিল্লি হায়দ্রাবাদ হাউজের ডেকান সুইটে হাসিনা-মোদির একান্ত বৈঠকটি শুরু হয়। এরপর হায়দ্রাবাদ হাউজেরই কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে দ্বিপাক্ষিক বৈঠক।

বৈঠকের পরপরই দুই প্রধানমন্ত্রী এগিয়ে যাবেন এই ভবনেরই বল রুমে। সেখানে একের পর এক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। 

এর আগে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হয়। সেখানে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষেই দুই নেতা এই বহুল কাঙ্ক্ষিত একান্ত  বৈঠকে বসেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত