ভালোবাসা দিয়ে ঘৃণাকে রুখে দেয়ার আহবান
প্রকাশ : ১৭ জুন ২০১৬, ২০:৫৪
প্রিয়তমা স্ত্রীর মৃত্যুতেও প্রতিশোধ নয়, বরং ভালোবাসা দিয়ে ঘৃণাকে রুখে দেওয়ার ডাক দিয়েছেন বৃহস্পতিবার খুন হওয়া ব্রিটিশ এমপি লেবার পার্টির এমপি জো কক্স এর স্বামী।
জো কক্স এর মৃত্যুর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই আহ্বান জানান তার স্বামী ব্রেন্ডান কক্স।
বিবৃতিতে ব্রেন্ডান পারিবারিক বাস্তবতার দিকে ইঙ্গিত করে বলেন, "আজ আমাদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। জীবনের এই পর্ব আরও কঠিন, আরও শোকাতুর, উচ্ছ্বাস আর ভালোবাসার অভাববোধে ভারাক্রান্ত"।
বিবৃতিতে ব্রেন্ডান বলেন, "আমি এবং জো’র বন্ধুরা মিলে জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের সন্তানদের ভালোবাসা ও সুশিক্ষার কথা চিন্তা করবো। ভালোবাসার শক্তি নিয়ে লড়াই করবো সেই ঘৃণার বিরুদ্ধে যা জো’কে খুন করেছে"।
ব্রেন্ডান আরো বলেছেন, "ঘৃণার কোনও ধর্ম-বর্ণ কিংবা জাতি নেই। ঘৃণা মাত্রই তা বিষাক্ত"।
জো কক্স যুক্তরাজ্যের পার্লামেন্টে বিরোধী দল লেবার পার্টির ব্যাটলি অ্যান্ড স্পেন আসনের এমপি। তিনি ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকার পক্ষে সোচ্চার ছিলেন। বৃহস্পতিবার ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে একটি লাইব্রেরির কাছে দুর্বৃত্তের গুলিবর্ষণ ও ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় জড়িত সন্দেহে ৫২ বছরের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
এদিকে কক্সের মৃত্যুতে আগামী সপ্তাহে যুক্তরাজ্যের ইইউতে থাকা না থাকার প্রশ্নে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটের প্রচার তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে। শোক প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং বিরোধী দল লেবার পার্টি নেতা জেরেমি করবিন।
সূত্র: হাফিংটন পোস্ট