প্রকাশ্যে ছুরি মেরে, গুলি করে ব্রিটিশ এমপিকে হত্যা

প্রকাশ : ১৭ জুন ২০১৬, ০২:০২

জাগরণীয়া ডেস্ক

ইংল্যান্ডে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে মারা গেছেন জো কক্স নামে ব্রিটিশ পার্লামেন্টের এক সদস্য। বৃহস্পতিবার (১৬ জুন) উত্তরাঞ্চলীয় লিডস শহরের অদূরে ব্রিস্টলের মার্কেট স্ট্রিটের রাস্তায় লেবার পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য জো কক্সের ওপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে এক আততায়ী। প্রথমে ছুরি মেরে আততায়ী রাস্তায় ফেলে দেয় ব্যাটলি ও স্পেনের এমপি কক্সকে। তার পর রক্তাপ্লুত কক্সকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ী।

গুলিবিদ্ধ হওয়ার পরপরই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লিডস শহরের একটি হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে বিভিন্ন সংবাদ সূত্র জানিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪১ বছর বয়সী কক্সের।

কোন নিরাপত্তারক্ষী ছাড়াই রাস্তায় বেরিয়েছিলেন কক্স। ওই ঘটনায় ধারে কাছে থাকা এক ব়ৃদ্ধও গুরুতর জখম হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে এক জনকে পরে ব্রিস্টলে গ্রেফতার করা হয়েছে।


দুই সন্তানের জননী কক্স ২০১৫ সালের সাধারণ নির্বাচনে বিজয়ী হন। তিনি ব্রিটিশ পার্লামেন্টের সিরিয়া বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত