বেসামরিক নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে আইএস
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৭, ১৬:১২
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2017/04/03/image-7211.jpg)
মসুলে ইরাকি বাহিনী ও মার্কিন নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াইয়ে বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস।
৩ এপ্রিল (সোমবার) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি সেনাবাহিনীর হেলিকপ্টারে থেকে প্রতিবেদন করছে বিবিসি।
বিবিসির প্রতিবেদক নাফিসেহ কুনাভার্দ বেসামরিক নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করার বিষয়টি জানিয়েছে।
এর আগে ২০১৬ সালেও মসুলে বেসামরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করেছিল জঙ্গিরা। জাতিসংঘ জানিয়েছিল, চলমান সংঘাতে মসুলে প্রায় পনের লাখ মানুষ আটকা পড়েছেন। নিজেদের বাঁচাতে আটকে পড়া মানুষদের একটা উল্লেখযোগ্য অংশকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে জঙ্গিরা।