ছেলের খুনি পুত্রবধূকে ক্ষমা করলেন শাশুড়ি

প্রকাশ : ৩০ মার্চ ২০১৭, ১৭:২৩

জাগরণীয়া ডেস্ক

ছেলেকে হত্যাকারী পুত্রবধূকে ক্ষমা করে দিয়েছেন এক মা। এমনি অবিশ্বাস্য ঘটনা ঘটেছে তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বুরসা প্রদেশে। তবে স্বামী হত্যার ঘটনায় বিচার এড়াতে পারেননি ওই নারী। আদালত তাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে। খবর দৈনিক হেবারতুর্ক।

ওই মায়ের নাম হেসার ইলিকমেন। পারিবারিক কলহের জেরে তার ছেলে সুয়াত ইলিকমেনকে ছুরিকাঘাত হত্যা করে পুত্রবূধ ইলিফ ইলিকমেন। তিনি জানান, ইলিফকে ক্ষমা করে দিয়েছেন কারণ তার ছেলে তার সঙ্গে যে আচরণ করেছে, একই আচরণ তিনি নিজের স্বামীর কাছ থেকেও পেয়েছিলেন।

নিজের ঘটনা সম্পর্কে তিনি বলেন,‘আমি এর আগে দুবার বিয়ে করেছিলাম। আমার প্রথম স্বামী ছিল সুয়াতের বাবা। তার কারণে আমি অনেক ভুগেছি। তিনি আমাকে পেটাননি, কিন্তু তিনি অবৈধ কাজে জড়িত এবং মাদকাসক্ত ছিলেন।’

নিহত সুয়াত ও ঘাতক ইতিফ দুজনেই মাদকাসাক্ত ছিলেন। একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় তারা পরিচিত হন। পরে তারা বিয়ে করেন। কিন্তু বিয়ের পর সুয়াত কোনো চাকরি খুঁজে না পাওয়ায় এ দম্পতির সম্পর্ক দিনে দিনে খারাপ হতে থাকে।

এ অবস্থায় সুয়াতের মা তাদের বলেন, তারা যদি দাম্পত্য সম্পর্ক বজায় রাখতে না পারে তাহলে যেন তারা বিবাহবিচ্ছেদ করে। কিন্তু তারা এ পরামর্শ শোনেনি। এরপর তাদের ঝগড়া হাতাহাতিতেও রূপ নেয়। তারা নিজেদের দুই বছরবয়সী ছেলেকে উপেক্ষা করতে থাকেন। হাতাহাতির জের ধরে একদিন ইলিফ পুলিশকে ফোন করলে স্বামী-স্ত্রী উভয়কে থানায় ধরে নিয়ে যাওয়া হয়। এত ওই দম্পতির সম্পর্কের অবনতি ঘটে। পরে একদিন রাতে উভয়ের মধ্যে নোংরা গালাগালের ঘটনা ঘটলে ইলিফ ছুরিকাঘাত করে স্বামী সুয়াতকে মেরে ফেলেন।

তবে ছেলেকে মেরে ফেললেও পুত্রবধূকে দোষী মনে করেন না হেসার। তিনি বলেন, বউ একটাই ভুল করেছে, বিবাহবিচ্ছেদ করতে বললেও সে আমার ছেলের সঙ্গে রয়ে গিয়েছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত