হারিয়ে গেল তসলিমা নাসরিনের ব্যাগ!
প্রকাশ : ১৫ জুন ২০১৬, ১৯:৫৩
ইস্তানবুল বিমানবন্দরে ব্যাগ ফেলে চলে এলেন লেখক তসলিমা নাসরিন। বুধবার (১৫ জুন) নিউ ইয়র্ক থেকে জেনেভা যাওয়ার সময় ঘটে যাওয়া এ দূঘর্টনার কথা তিনি তাঁর ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে জানান।
স্ট্যাটাসটি তসলিমা নাসরিন বলেন, ইস্তানবুল বিমান বন্দরে এক চেয়ারেই তিনি ভুল বশতঃ তাঁর ব্যাগ ফেলে চলে যান। বোর্ডিং পাস করার কিছু দূর চলে আসার পর কাঁধে ব্যাগ নেই এমনটা খেয়াল হলে তুর্কিশ এয়ারলাইন্সের বাস ড্রাইভারকে জানালে কোনো কাজ দেয়নি তাতে। এরপর হাতে আরো ৪০ মিনিট ফ্লাইটের সময় থাকলেও সেসময় বিমান ক্রুদের জানালে তুর্কিশ এয়ারলাইন্সও তাঁকে কোনো সহযোগিতা করতে চায়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
তসলিমা নাসরিন তাঁর ব্যাগে অনেক গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে বলে জানিয়ে বলেন, তাঁর ওই ব্যাগে কম্পিউটার, মোবাইল ফোন, আমেরিকার গ্রীন কার্ড, আমেরিকার সোশ্যাল সিকিউরিটি কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্সুরেন্স কার্ড এরকম নানা দরকারী কিছু রয়েছে।
তিনি আরোও বলেন, তুর্কিশ এয়ারলাইন্সের ক্রু’রা তাঁর আবেদন শুনে কোনো সহযোগিতা না করে তাঁকে হারানো ব্যাগ সম্পর্কে ইস্তানবুলের জেনেভা বন্দরে জানাতে বলা হয়। এরপর তিনি তাঁর হাতে থাকা আইপ্যাড থেকে তুর্কিশ এয়ারলাইন্সকে ট্যাগ করে টুইটারে টুইট করে জানালে তারা ইস্তানবুলের হারানো ব্যাগ ডিপার্টমেন্ট-এ কমপ্লেইন জানিয়েছে। এরপর ব্যাগটি পাওয়া গেলে কর্তৃপক্ষ তাঁকে জানাবে বলে জানান।
তুর্কিশ এয়ারলাইন্স সহযোগিতা করলে তিনি ব্যাগটি পেয়ে যেতেন এমন হতাশা জানিয়ে বলেন, “তুর্কিশ এয়ারলাইন্স এর লোকেরা সহযোগিতা করলে ব্যাগ পাওয়া যেত। হাতে Ipad ছাড়া কিছু নেই। অপেক্ষা করছি কোনো সৎ লোকের জন্য। সে যদি দিয়ে দেয় এতগুলো দরকারী জিনিস। সৎ লোক পৃথিবীতে আছে তো কিছু, নাকি?”