আবারোও পোলিও ভাইরাসের আক্রান্ত ভারত
প্রকাশ : ১৫ জুন ২০১৬, ১৭:৫৪
দীর্ঘ ৫ বছর পর আবারোও পোলিও ভাইরাসের আক্রান্ত ভারত। সম্প্রতি হায়দরাবাদের আম্বেরপেত এলাকার একটি নালার পানির নমুনা সংগ্রহের পর তা পরীক্ষা করে পোলিও ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর ফলে দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা কর্তৃপক্ষ রাজ্যটির রাজধানী হায়দ্রাবাদে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে।
মঙ্গলবার (১৪ জুন) স্বাস্থ্য সচিব রাজেশ্বর তিওয়ারী গণমাধ্যমকে বলেন, তেলেঙ্গানার আম্বেরপেতের সুয়ারেজের পানির নমুনা ল্যাবে পরীক্ষা শেষে ভাইরাসটির (টাইপ-২) অস্তিত্ব পাওয়া গেছে।
২০১১ সাল থেকে ভারত পোলিও-মুক্ত দেশ হিসেবে পরিচিত।
তিওয়ারী আরো বলেন, সরকার এই রোগের প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে পোলিও বিরোধী ব্যাপক অভিযান শুরুর পরিকল্পনা করছে।
রাজ্য সরকার জানিয়েছে, এই ঘটনায় আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। যদিও তারা ৩ লাখ শিশুকে প্রতিষেধক দেওয়ার জন্য জেনেভা থেকে দুই লাখ টিকা আনছে।
সূত্র:সিনহুয়া।