ইমানের ওজন কমলো ১৪২ কেজি
প্রকাশ : ১৯ মার্চ ২০১৭, ১৬:২২
মিসরীয় নারী ইমান আহমেদ আবদুলাতির বয়স মাত্র ৩৬। কিন্তু তার ওজন ছিলো আধা টন অর্থাৎ ৫০০ কেজি! বিশ্বে জীবিত নারীদের মধ্যে ইনিই ছিলেন সবচেয়ে মোটা।
চলতি মাসের শুরুতে ভারতের মুম্বাইয়ে সাইফি হাসপাতালে অস্ত্রপচার করে তার দেহ থেকে ১৪২ কেজি ওজন অপসারণ করা হয়েছে।
বর্তমানে তিনি হাসপাতালের ডা. মুফাজ্জল লাখদাওয়ালার নেতৃত্বাধীন এক চিকিৎসক টিমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। ইমানের চিকিৎসক টিমের বরাতে ১৯ মার্চ (রোববার) এ খবর জানা যায়।
ইমান গত ১১ ফেব্রুয়ারির বিশেষ ফ্লাইট যোগে মুম্বাই আসেন। তখন তার ওজন ছিলো ৫০০ কেজি। অস্ত্রপচারের পর তার ওজন দাঁড়িয়েছে ৩৫৮ কেজি। অস্ত্রপচারের মাধ্যমে ১৪২ কেজি ওজন তার দেহ থেকে সফলভাবে অপসারণ করা হয়েছে।
তার চিকিৎসক টিম এক বিবৃতিতে জানায়, ইনামকে বর্তমানে কম সোডিয়াম প্রোটিন মিশ্রিত তরল খাবার খাওয়ানো হচ্ছে। এখন তিনি প্রতিদিন প্রায় ১৮ ক্যালরি গ্রহণ করছেন। অবশ্য স্বাভাবিক প্রাপ্ত মানুষের জন্য প্রয়োজন ২১০০ ক্যালরি।
ইমানের শরীরে ইউরিক অ্যাসিড কাঙ্ক্ষিত মাত্রায় রাখা এখন জারুরি হয়ে পড়েছে বলে জানানো হয়। চিকিৎসকরা জানান, চলতি মাসের শুরুতে ইমান স্ট্রোক করায় এখনও তাকে টিউবের মাধ্যমে তরল খাবার খাওয়ানো হচ্ছে।
মানবদেহ থেকে ১৪২ কেজির বেশি ওজন কমানো সম্ভব হয়েছে। অতিমাত্রায় স্থূলকায় মানুষের জন্য এটা সুখবরই বটে।