‘রাখাইনে মানবতাবিরোধী অপরাধ হচ্ছে’

প্রকাশ : ১২ মার্চ ২০১৭, ০০:৪১

জাগরণীয়া ডেস্ক

সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর মানবতাবিরোধী অপরাধ করে চলেছে মিয়ানমারের সামরিক বাহিনী ও পুলিশ।

১০ মার্চ (শুক্রবার) বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিবিসির এক বিশেষ অনুষ্ঠানে এ কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহিলি।

লি বলেন, সেখানকার পরিস্থিতি এতোটাই খারাপ, যা তিনি ধারণাও করতে পারেননি। সাক্ষাতকালে জাতিসংঘ দূত আরও বলেন, রাখাইনে মানবতার বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধ হচ্ছে। মিয়ানমারের লোকজন, দেশটির সামরিক বাহিনী, সীমান্তরক্ষী বাহিনী বা পুলিশ অথবা নিরাপত্তা বাহিনী এ অপরাধ করছে।

তিনি দাবি করেন, এ নিপীড়ন বার্মিজ নিরাপত্তা বাহিনীর পদ্ধতিগত কাজ তবে অং সান সু চি সরকারকে অবশ্যই এর কিছু না কিছু দায় নেয়া উচিত।

এর প্রতিক্রিয়ায় সু চি সরকারের এক কর্মকর্তা বলেন, এ ধরনের অভিযোগ অতিরঞ্জিত এবং অভ্যন্তরীণ বিষয়, আন্তর্জাতিক নয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত