স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০১৭, ১২:৪৩

জাগরণীয়া ডেস্ক

ত্রিপুরার খোয়াই জেলায় স্ত্রী বিশ্বরাণী দেব্বর্মার (৩২) কুড়ালের আঘাতে স্বামী অজিত দেব্বর্মা (৪৫) মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্র জানায়, অভিযুক্ত স্ত্রীকে আটকের জন্য ২৪ জানুয়ারি (মঙ্গলবার) রাতভর অভিযান চালানো হয়েছে। পরে ২৫ জানুয়ারি (বুধবার) সকালে জেলার শিখ্যাবাড়ী এলাকা থেকে চম্পাহাওর থানা পুলিশ বিশ্বরাণী দেব্বর্মাকে আটক করে।

জানা যায়, জেলার চম্পাহাওর থানার বিদ্যাবিল এলাকার বাসিন্দা অজিত দেব্বর্মাকে ২৪ জানুয়ারি (মঙ্গলবার) রাতে কুড়াল দিয়ে আঘাত করেন স্ত্রী বিশ্বরাণী দেব্বর্মা। অজিতের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। তবে তার আগেই অজিতের মৃত্যু হয়। এসময় বিশ্বরাণী মদ্যপ অবস্থায় ছিলেন।

পরে প্রতিবেশীরা থানায় খবর দিলে খোয়াই মহকুমার এসডিপি ও শ্যামানন্দ শর্মার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। এরইমধ্যে স্ত্রী, তার ছেলে ও দুই মেয়েকে নিয়ে পালিয়ে যান।

পুলিশ ঘটনাস্থলে থেকে অজিতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোয়াই হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।

এলাকাবাসী জানিয়েছেন, বিশ্বরাণী দেব্বর্মা সবসময় মদের নেশায় ডুবে থাকতেন। এই নিয়ে পরিবারে অশান্তি চলছিলো।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত