ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৬, ১৩:৪১

জাগরণীয়া ডেস্ক

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে এই ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর ৫.৩০ মিনিটে ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় পূর্ব নুসা তেঙ্গারায় ভূমিকম্পটি হয়।

ভূমিকম্পটির কেন্দ্র সমুদ্রের ৯১ কিলোমিটার গভীরে এবং সুম্বা বারাত দায়ার ৫৯ কিলোমিটার দক্ষিণপশ্চিমাঞ্চলে বলে সংস্থাটি জানিয়েছে।

‘প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার’ চিহ্নিত অঞ্চলে পড়ায় ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়।

চলতি মাসের শুরুতে দেশটির পশ্চিমাঞ্চলীয় আচেহ প্রদেশে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়। এতে ১০৩ জনের মৃত্যুর পাশাপাশি অঞ্চলটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত