মাদ্রাজ হাই কোর্ট
জয়ললিতার মৃত্যু ‘রহস্যময়’ !
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১৬, ২১:১৪
ভারতের তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রীর জয়ললিতার মৃত্যু নিয়ে এবার সংশয় প্রকাশ করেছেন মাদ্রাজ হাই কোর্ট। তার মৃত্যুর কারণকে ‘রহস্যময়’ উল্লেখ করে সমাধি থেকে মরদেহ তুলে মৃত্যুর কারণ পরীক্ষা করে দেখা হতে পারে, এ ইঙ্গিতও দিয়েছেন আদালত।
মাদ্রাজ হাই কোর্টের বিচারপতি এস বৈদ্যনাথ বলেছেন, “জয়ললিতার মৃত্যুর বিষয়ে গণমাধ্যম অনেক সংশয় প্রকাশ করেছে, ব্যক্তিগতভাবে আমারও অনেক সন্দেহ রয়েছে। তার মৃত্যু রহস্যময়।”
জয়ললিতার মৃত্যুর কারণ এবং হাসপাতালে থাকার সময় তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে আদালতে পিটিশন দাখিল করেছিলেন পিএ যোসেফ নামে এক এআইডিএমকে কর্মী। বৃহস্পতিবার সেই পিটিশনের শুনানিতে বিচারপতি এস বৈদ্যনাথন বলেন, “গোটা ঘটনা ঘিরেই রহস্য রয়েছে। দেখা গিয়েছিল জয়ললিতা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। তিনি আইসিইউতে খাবার খেতে শুরু করেছিলেন। বেশ কিছু কাগজপত্রে সইও করেছিলেন। এমনকি দলীয় নেতাদের সঙ্গে নাকি বৈঠকও করেছিলেন। তার পর আচমকা তিনি মারা গেলেন।”
আদালতের প্রশ্ন, জয়ললিতার মৃত্যুর এত দিন পরেও কেন তার মেডিক্যাল রিপোর্ট আদালতে জমা পড়ল না?
ঠিক কী কারণে জয়ললিতার মৃত্যু হয়েছিল সেই কারণটা এ বার অন্তত স্পষ্ট হওয়া উচিত বলে মন্তব্য করেন বিচারপতি বৈদ্যনাথ।
তবে রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল মুথুকুমারস্বামী দাবি করেছেন, জয়ললিতার মৃত্যু নিয়ে কোথাও কোনও রহস্য, সংশয়ের অবকাশই নেই।