চীনে কমিউনিস্ট পার্টি অফিসে হামলা, নিহত ৫

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১৬, ১৯:৫২

জাগরণীয়া ডেস্ক

চীনের শিনজিয়াংয়ের কমিউনিস্ট পার্টির স্থানীয় একটি অফিসে গাড়ি চালিয়ে ঢুকে পড়ার পর বিস্ফোরণ ঘটিয়ে একজনকে হত্যা করেছে হামলাকারীরা। এ ঘটনায় আরো একজন নিহত ও তিনজন আহত হয়েছেন বলে বিবৃতিতে বলা হয়েছে। এতে বিস্তারিত আর কিছু বলা হয়নি। 

বুধবারের (২৮ ডিসেম্বর) এ ঘটনায় চার হামলাকারীর সবাইকে গুলি করে হত্যা করা হয়েছে বলে সংক্ষিপ্ত এক বিবৃতিতে জানিয়েছে শিনজিয়াংয়ের আঞ্চলিক সরকার।

নিজেদের প্রধান সংবাদ ওয়েবসাইটে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, ওই দিন বিকেল ৫টার কিছুক্ষণ আগে শিনজিয়াংয়ের উইঘুর এলাকার কারাকাস্ কাউন্টিতে এ ঘটনা  ঘটে। চার ‘দুর্বৃত্ত’ স্থানীয় কমিউনিস্ট পার্টির অফিস প্রাঙ্গণে একটি গাড়ি নিয়ে ঢুকে পড়ে একটি ‘বোমার’ বিস্ফোরণ ঘটায়, কিন্তু তাদের সবাইকে গুলি করে মারা হয়।

ঘটনার পর স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক সরকার।

অঞ্চলটিতে অস্থিরতা সৃষ্টির জন্য ইসলামি জঙ্গিদের দায়ী করেছে চীন সরকার। অপরদিকে নির্বাসিত উইঘুর ও মানবাধিকার গোষ্ঠীগুলো অস্থিরতার জন্য উইঘুরদের ধর্ম ও  সংস্কৃতির ওপর সরকারের নিয়ন্ত্রণ আরোপকে দায়ী করেছে। শিনজিয়াংয়ে কোনো দমনপীড়ন চালানোর কথা অস্বীকার করেছে চীন।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত