বার্লিনে লরি নিয়ে ‘হামলা’, নিহত ১২

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১৬, ০৯:৪২

জাগরণীয়া ডেস্ক

জার্মানির রাজধানী বার্লিনে একটি ক্রিসমাস মার্কেটের ভেতর লরি ঢুকে পড়লে অন্তত ১২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে ৪৫ জন। খবর বিবিসির।

শহরের পশ্চিমাঞ্চলের ব্রাইতশাইদপ্লাতজ এলাকার প্রধান বিপণিকেন্দ্র হিসেবে পরিচিত একটি রাস্তার কাছে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় পুলিশের ধারণা, এটি হামলা। ভিডিও ফুটেজে দেখা যায়, মার্কেটের বেশ কিছু দোকান ভেঙে পড়ে এবং আহত অনেক লোক রাস্তায় লুটিয়ে পড়ে।

বার্লিনের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রেস গেইসেল বলেছেন, এটা হামলা নাকি নিছক দুর্ঘটনা তা এখনো স্পষ্ট নয়।

এর আগে গত জুলাই মাসে ফ্রান্সের নিস শহরে লরি হামলা চালানো হয়। ওই হামলায় কমপক্ষে ৮৬ জন নিহত হয়। ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করে।

ওই হামলার সঙ্গে বার্লিনের হামলার যথেষ্ট মিল রয়েছে।

বার্লিনের এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, লরির এক যাত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত