কানাডায় পেইনকিলার সেবনে নিহত ৯

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১৬, ১৩:১৯

জাগরণীয়া ডেস্ক

কানাডার ভ্যাঙ্কুভার শহরে অতিরিক্ত পেইনকিলার (ব্যথানাশক ওষুধ) সেবনে একদিনে নয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিবিসির এক প্রতিবেদনে জানায়, আরও মৃত্যুর আশঙ্কা প্রকাশ করে ভঙ্কুভারের মেয়র গ্রেগর রবার্টসন বলেছেন, সময়টি ভ্যাঙ্কুভারের জন্য হতাশাজনক। সমস্যার মূল ধরে টান না দেওয়া পর্যন্ত কোনো আশা নেই। 

ওষুধের অপব্যবহার বা অতিব্যবহারে ২০১৫ সালে কানাডায় দুই হাজার মানুষের মৃত্যু কারণ হয়ে দাঁড়ায়। 

সাম্প্রতিক বছরগুলোতে কানাডা সরকার জনস্বাস্থ্যজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে, কিন্তু মেয়র রবার্টসনের ধারণা, পরিস্থিতি মোকাবিলায় আরও বিনিয়োগ দরকার।

ভ্যাঙ্কুভারের পুলিশ প্রধান অ্যাডাম পামারও শহরটির ‘মাদক’ আসক্তদের জন্য আরও সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিস্মিত পামার বলেন, কল্পনা করতে পারেন, একদিনে একটি কারণে আমাদের শহরে নয়জন মৃত্যুবরণ করেছেন!

তিনি জানান, ভ্যাঙ্কুভারে প্রতি মাসে গড়ে ওষুধ অতিব্যবহারের ১৫টি ঘটনা ঘটছে, এর মধ্যে কয়েক ডজন মৃত্যুর ঘটনা তদন্তনাধীন রয়েছে। 
শহরের সিভিল সার্জন জানিয়েছেন, মৃতদেহে মর্গ ভরে গেছে।

পামার জানিয়েছেন, অধিকাংশ মৃত্যু ঘটনাই শহরের কেন্দ্রস্থলের ইস্টসাইড আবাসিক এলাকায় ঘটেছে। এই এলাকায় খুব সহজেই ওষুধ কেনা যায় বলে জানান তিনি।

দেশটির বিশেষজ্ঞরা জানিয়েছেন, যে ব্যথানাশকটি সেবনে অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে সেটি ফেন্টানিল ওপিওয়িড। যার লবণের চারটি দানার সমান আয়তনের বিশুদ্ধ দুই মিলিগ্রাম ফেন্টানিল একজন পূর্ণবয়স্ক ব্যক্তিকে মেরে ফেলার জন্য যথেষ্ট বলে জানান তারা। 

চলতি বছরের এপ্রিলে অতিরিক্ত ফেন্টনিল সেবনের কারণেই মার্কিন সঙ্গীতশিল্পী প্রিন্স মৃত্যুবরণ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত