গুলিতে কান্দাহার বিমানবন্দরের ৫ নারীকর্মী নিহত
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১৬, ১৫:৪৯
জাগরণীয়া ডেস্ক
অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরের পাঁচজন নারী নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। বিমানবন্দরে নারী যাত্রীদের দেহ তল্লাশির কাজে নিয়োজিত ছিলেন এই নারীকর্মীরা।
কান্দাহার গভর্নরের একজন মুখপাত্র শামিম আখলাক এর বরাত দিয়ে বিবিসি জানায়, শনিবার সকালে বিমানবন্দরে কর্মস্থলের উদ্দেশে মিনিভ্যানে করে যাওয়ার সময় মটরবাইকে করে আসা দুই হামলাকারী ওই যানটি লক্ষ করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। গুলিতে ওই পাঁচনারী এবং মিনিভ্যানের চালকও নিহত হয়েছেন।