ভারতেও পালিত হচ্ছে বিজয় দিবস

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১৬, ১৫:০২

জাগরণীয়া ডেস্ক

ভারত জুড়ে পালিত হচ্ছে ১৯৭১ সালের পাকিস্তান বিজয় দিবস। 

শুক্রবার (১৬ ডিসেম্বর) দেশের বিভিন্ন প্রান্তে শহিদ জয়ানদের স্মরণ করে তাঁদের সম্মান জানানো হচ্ছে। 

নয়াদিল্লির ইন্ডিয়া গেটের সামনে অমর জওয়ান জ্যোতি সৌধের সামনে বীর শহিদদে প্রতি সম্মান জানাবেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পরিক্কর। সেই অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে তিন সেনাপ্রধান উপস্থিত থাকবেন। 

ভারতীয় সেনার কাছে ১৯৭১ সালের এই দিনেই পাক সেনা প্রধান জেনারেল আমির আব্দুল্লা খান নিয়াজি ৯৩ হাজার সৈনসহ নিঃশর্ত সমর্পণ করেন। সেই যুদ্ধে ভারতীয় সেনা বাংলাদেশের মুক্তি সংগ্রামের স্বপক্ষে লড়াই করেছিল। ভারতের সেনা প্রধান ছিলেন জেনারেল জগজিৎ সিং আরোরা। যুদ্ধে পাকিস্তানের পরাজয় ঘটে এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। সেই বিজয় উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়জন করা হয়েছে কলকাতার ফোর্ট উইলিয়ামে। সেই অনুষ্ঠানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান উপস্থিত থাকবেন। 

কলকাতায় ভারতীয় সেনার অনুষ্ঠানেবাংলাদেশের সেনাবাহিনীর প্রতিনিধি এবং মুক্তিযোদ্ধাসহ ৭২ জন বাংলাদেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত