জাতীয় সঙ্গীত চলাকালীন বসে থাকায় আটক ১২
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১৬, ১৬:৪২
ভারতে ফের জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে দুইজন নারীও রয়েছেন।
কেরালায় চলচ্চিত্র উৎসব শেষে সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় এদের গ্রেপ্তার করা হয়।
ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক, সিনেমা শুরুর আগে জাতীয় সংগীত বাজানো বাধ্যতামূলক।
নির্দেশানুসারে, সেই দিনই জাতীয় সংগীত বাজানো হলেও উঠে দাঁড়াননি ওই ১২ জন। অন্য দর্শকদের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে অবশ্য ব্যক্তিগত বন্ডে এরা প্রত্যেকেই জামিনে ছাড়া পেয়েছেন।
জানা যায়, নিশাগান্ধি অডিটোরিয়ামে আরবের সিনেমা ক্ল্যাশের স্ক্রিনিং চলছিল। সেখানে একজন নারীসহ ছয়জন জাতীয় সংগীত চলাকালীন বসেছিলেন। তাদের আটক করা হয়। এদিকে, রাত সাড়ে ৮টার শোতে ওই একই অডিটোরিয়াম থেকে আবারও এক নারীসহ ছয়জনকে আটক করা হয়। সেখানে তখন ডেথ ইন সারাজেভো নামে একটি সিনেমার স্ক্রিনিং চলছিল। আটককৃতদের মধ্যে বেশ কয়েকজনের দাবি, তারা অডিটোরিয়ামে দেরি করে পৌঁছন। তাই, নিজের আসন খুঁজতে ব্যস্ত ছিলেন। জাতীয় সংগীত অবমাননার কোনও উদ্দেশ্য ছিল না।
রবিবার (১৩ ডিসেম্বর) চেন্নাইয়ের কাসি থিয়েটারে সিনেমা শুরুর আগে জাতীয় সংগীত চলাকালীন উঠে না দাঁড়ানোয় তিনজনকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তবে, ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের না হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়নি।