১৯ নারীকে পুড়িয়ে হত্যা করল আইএস
প্রকাশ : ০৭ জুন ২০১৬, ১৯:৫৬
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2016/06/07/image-481.jpg)
যৌন সম্পর্ক করতে রাজি না হওয়ায় ১৯ জন ইয়াজিদি নারীকে পুড়িয়ে হত্যা করেছে ইসলামিক স্টেট (আইএস)। উত্তর ইরাকের মসুল শহরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট।
বৃহস্পতিবার (২ জুন) ওই ১৯ ইয়াজিদি নারীকে একটি লোহার খাঁচায় আটকে রেখে তাদের জীবন্ত পুড়িয়ে মারা হয়। স্থানীয় সংবাদকর্মী জানায়, যৌন সম্পর্ক করতে রাজী না হওয়ায় ওই ১৯ নারীকে হত্যা করা হয়।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, পুরো ঘটনাটিই প্রকাশ্যে শতাধিক মানুষের সামনে ঘটে। কিন্তু কেউ কিছু বলতে পারেনি। যদিও ইয়াজিদি নারীদের ওপর নির্যাতন নতুন কিছু নয়। ইরাকের শিনজার অঞ্চল আইএসএর দখলে আসার পরে অসংখ্য নারীকে তারা বন্দি করে।
এদিকে ফালুজায় ইরাকি বাহিনীর হামলায় কোনঠাসা আইএস। ইরাকি সরকার জানিয়েছে, কয়েক দিনের মধ্যেই ফালুজার পুরো নিয়ন্ত্রণ তাদের হাতে চলে আসবে। তবে ফালুজা থেকে সাধারণ নাগরিকদের বের করে আনার জন্যই হামলার মাত্রা কমিয়ে এনেছে ইরাকি বাহিনী। ফালুজার পর মসুল দখলের অভিযান শুরু হবে বলেও জানিয়ে রেখেছে ইরাকি সেনাবাহিনী।