নাইজেরিয়ায় শিশুকে বোমা হিসেবে ব্যবহার, নিহত ১
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৬, ১৩:১৬
উত্তর-পূর্ব নাইজেরিয়ার মেইদুগুরি এলাকায় এবার সন্ত্রাসীরা দুই মেয়ে শিশুকে বোমা হিসেবে ব্যবহার করেছে।
একটি বাজারে ৭ থেকে ৮ বছর বয়সী দুই শিশু রবিবার (১১ ডিসেম্বর) রিকশা থেকে নেমে প্রবেশ করে। এ সময় তারা নিজেদের শরীরে থাকা বোমার বেল্ট বিস্ফোরণ ঘটালে একজন নিহত ও ১৮ জন আহত হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শী এক নাইজেরিয়ান মিলিশিয়া সদস্য জানান, রিকশা থেকে এই দুই মেয়ে শিশু নেমে আসে এবং বাজারের দিকে এগিয়ে যায়। এ সময় তাদের সঙ্গে আমি হাউসা ও ইংরেজি ভাষায় কথা বলার চেষ্টা করি। কিন্তু তারা আমার কোন কথার উত্তর দেয়নি। তাদের চেহারা ছিল অনুভূতি শূন্য। এরপর দুই শিশু মেয়ে মানুষজনে পরিপূর্ণ বাজারে প্রবেশ করে। এ সময় একজন তার কোমরে থাকা বোমার বেল্ট বিস্ফোরণ ঘটায়। পরবর্তীতে অপরজন বিস্ফোরণ ঘটায়। বাজার থেকে এ সময় সবাই ছোটাছুটি করে বের হচ্ছিল।
শিশুদের দিয়ে চালানো এই আত্মঘাতী বোমা হামলার দায় এখন পর্যন্ত কোন সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে এই হামলার সঙ্গেও বোকো হারাম জড়িত।
উল্লেখ্য, শুক্রবার (৯ডিসেম্বর)দেশটিতে চালানো অপর এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত ও ৩৩ জন আহত হয়। বিবিসি।