মিয়ানমারের প্রতি ১৪ দেশের আহ্বান
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৬, ১৭:০১
রোহিঙ্গাদের সাহায্য করতে মিয়ানমারের প্রতি ১৪টি দেশ আহ্বান জানিয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) দেওয়া এক কূটনৈতিক বিবৃতিতে দেশগুলো এ আহ্বান জানায়।
বিবৃতিতে আরও বলা হয়, মিয়ানমারের বন্ধু দেশ হিসেবে দেশটির উত্তরাঞ্চলীয় এলাকায় রাখাইনের মানবিক অবস্থার বিপর্যয় নিয়ে তারা উদ্বিগ্ন। খবর নিউ ইয়র্ক টাইমসের।
বিবৃতিতে অংশ নেওয়া দেশগুলো হলো- অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, ফিনল্যান্ড, গ্রিস, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, পোলান্ড, স্পেন, সুইডেন, তুরস্ক ও আমেরিকা।
জাতিসংঘের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে আরও বলা হয়, গত দুই মাস ধরে রোহিঙ্গারা খাবার পাচ্ছে না। তারা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ১ নভেম্বর থেকে এ পর্যন্ত ২২ হাজার রোহিঙ্গা বাংলাদেশে চলে এসেছে।
এদিকে, রোহিঙ্গা মুসলিমদের জরুরি মানবিক সহায়তা প্রদানের জন্য মিয়ানমার সরকারের ওপর চাপ তৈরি করতে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির ৭০ পার্লামেন্ট সদস্য। তাদের স্বাক্ষরিত একটি চিঠি পররাষ্ট্র দফতরের কাছে পাঠানো হয়। পার্লামেন্ট সদস্যদের স্বাক্ষর করা বিবৃতিতে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর সাম্প্রতিক নিপীড়নের চিত্র তুলে ধরা হয়।
এতে বলা হয়, আমরা মিয়ানমার সীমান্তে সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানাই এবং অবিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে লক্ষ্য করে সহিংসতার অবসান চাই।