চীনের জিনজিয়াংতে ৬.২ মাত্রার ভূমিকম্প
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৪
জাগরণীয়া ডেস্ক
৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে চীনের জিনজিয়াং প্রদেশে। তবে ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) প্রদেশের উইঘুর অঞ্চলের চাংজিতে ভূমিকম্পটি হয়।
চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার এই ভূমিকম্পটির মাত্রা নির্ধারণ করেছে। জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমকি থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে এই ভূমিকম্পের উৎপত্তি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা প্রাথমিকভাবে জানিয়েছে, এই ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ১ এবং উৎপত্তিস্থল ছিলো ৫৫ কিলোমিটার গভীরে।