দীর্ঘ ৫৪ বছর পর টোকিওতে তুষারপাত
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৬, ১৬:৪৪
জাগরণীয়া ডেস্ক
দীর্ঘ ৫৪ বছর পর নভেম্বরে তুষারপাত হল জাপানের রাজধানী টোকিওতে। বৃহস্পতিবারের (২৪ নভেম্বর) এই তুষারপাতে টোকিওবাসী বিস্মিত হয়ে পড়ে বলে জানিয়েছে বিবিসি।
জাপানি সংবাদমাধ্যম জাপান টুডে’র এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভোর সোয়া ছয়টার দিকে টোকিওর মধ্যাঞ্চলে তুষার পড়তে শুরু করে। টোকিওসহ আশেপাশের এলাকাগুলোতে সকালে তাপমাত্রা কমে শূন্যের কাছাকাছি পৌঁছায়। অথচ সাধারণত বছরের এ সময়ে টোকিওর তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে।
জাপানের আবহাওয়া অধিদপ্তর থেকে সর্তক করে বলা হয়েছে, তুষারপাতের কারণে রাস্তায় বৈদ্যুতিক তার এবং গাছের উপর বরফ জমতে পারে। তুষারপাতের কারণে প্লাস্টিকের তৈরি গ্রিনহাউজের ওপর বরফ জমে তা ভেঙে পড়ারও আশঙ্কা জানানো হয়েছে।