কাশ্মিরে ভারতীয় ৩ সেনা নিহত

প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৬, ১২:০৮

জাগরণীয়া ডেস্ক

ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের কাশ্মিরে এক ভারতীয় সেনাকে শিরশ্ছেদের পর আরও দুই সেনাকে হত্যা করেছে পাকিস্তানি কমান্ডোরা।

জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন মাচিলে মঙ্গলবার (২৩ নভেম্বর) এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যমগুলো  জানিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি কমান্ডোরা ভারতীয় এলাকায় অনুপ্রবেশ করে হামলাটি চালিয়েছে। এসব কমান্ডোরা পাকিস্তান সেনাবাহিনীর বর্ডার অ্যাকশন টিমের বলে ধারণা করা হচ্ছে। তিন ভারতীয় সেনাকে হত্যার পর তারা পালিয়ে যায়। 

ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, কাপুরুষোচিত এই ঘটনার চরম প্রতিশোধ নেওয়া হবে। 

মাত্র তিন সপ্তাহ আগে প্রায় একই এলাকায় মানদ্বিপ সিং নামের আরেক ভারতীয় সেনার শিরশ্ছেদ করেছিল পাকিস্তানি অনুপ্রবেশকারীরা, তখনও চরম প্রতিশোধ নেওয়ার কথা বলেছিল ভারতীয় সেনাবাহিনী।

এক ট্যুইটে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর কাপুরুষোচিত ও বর্বর এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনা অস্বীকার করে এ সংক্রান্ত প্রতিবেদনগুলোকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে।

মাচিল সেক্টরে ভারতীয় সীমান্ত চৌকিগুলোর অবস্থান সীমান্তের খুব কাছে এবং এলাকাটি ঘন বনে আচ্ছাদিত বন্ধুর এলাকা হওয়ায় এই এলাকায় অনুপ্রবেশ অনেকটা সুবিধাজনক। ফলে এখানে বাববার অনুপ্রবেশের ঘটনা ঘটে। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত