ফের চ্যান্সেলর পদের জন্য লড়তে চান অ্যাঙ্গেলা মের্কেল
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৬, ১১:০৫
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল বলেছেন, চতুর্থ মেয়াদের জন্য তিনি চ্যান্সেলর পদের জন্য লড়তে চান। তার দল কনজারভেটিভ পার্টির নেতারা এ কথা জানিয়েছেন। খবর বিবিসির।
রবিবার (২১ নভেম্বর) রাজধানী বার্লিনে নিজ দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে বিবিসি। এবারের নির্বাচনী প্রচারণাই সবচেয়ে কঠিন হবে ধারণা প্রকাশ করে ‘মূল্যবোধ’ ও ‘জীবনমান’ ধরে রাখার লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি।
আগামী বছর জার্মানিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২০০৫ থেকে ধারাবাহিকভাবে চ্যান্সেল নির্বাচিত হয়ে মের্কেল এখন তৃতীয় মেয়াদ পার করছেন। সম্প্রতি অভিবাসন নীতির কারণে বেশ সমালোচিত হয়েছেন তিনি। নির্বাচনে ডানপন্থি এএফডি পার্টির সঙ্গে তার তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে মের্কেল জানিয়েছেন, রাজনীতির মাঠে ডান-বাম উভয়দিক থেকেই চ্যালেঞ্জ আসবে বলে ধারণা করছেন তিনি।