মেয়ে–জামাইকে নিয়ে সরকারি বৈঠকে ট্রাম্প!
প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৬, ১৭:০৫
জাগরণীয়া ডেস্ক
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বিশেষ বৈঠক করেন ট্রাম্প। সেখানেই তার মেয়ে-জামাইকে দেখা যায়।
আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও সরকারিভাবে রাষ্ট্রপতির দায়িত্ব নেননি। কিন্তু অন্য দেশের রাষ্ট্র প্রধানদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক শুরু হয়ে গেছে। আর সেই বৈঠকে তার পাশে দেখা গেছে তার মেয়ে ইভাঙ্কা এবং তার স্বামী জ্যারেড কুশনারকে।
এদিকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে দুই রাষ্ট্র প্রধানের বৈঠকে পরিবারের লোকেরা কেন অংশ নিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু সেই প্রশ্নকে পাত্তা দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প।
0Shares