প্রধানমন্ত্রীর ওমরাহ পালন
প্রকাশ : ০৪ জুন ২০১৬, ১৩:০৩
সৌদি আরবের জেদ্দায় পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওমরাহ পালন করেছেন। স্থানীয় সময় শুক্রবার (৩ জুন) রাত ১২টায় তিনি ওমরা পালন করেন।
সৌদি বাদশাহ্’র আমন্ত্রণে ৫ দিনের সরকারি সফরে যান প্রধানমন্ত্রী। এ সফরে তার সঙ্গে রয়েছেন- পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহেনা এবং একটি ব্যবসায়ী প্রতিনিধি দল।
শনিবার (৪ জুন) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেদ্দায় এক অনুষ্ঠানের মাধ্যমে রিয়াদে বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স এবং বাংলাদেশ ভবন নিমার্ণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
রবিবার (৫ জুন) প্রধানমন্ত্রী জেদ্দা নগরীর আল আন্দালুসে সৌদি বাদশাহের আল সালাম প্রাসাদে প্রধানমন্ত্রী সৌদি বাদশাহের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট সকল বিষয় ছাড়াও আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়েও আলোচনার কথা রয়েছে।
এছাড়া সৌদি সরকারের প্রতিরক্ষা বিষয়ক উপমন্ত্রী সালমান বিন সুলতান আল সৌদ এবং সৌদি বাদশাহের রয়্যাল কাউন্সিলের উপদেষ্টা ইয়াসের আল মিয়াসহ বেশ কয়েকজন সৌদি মন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর সোমবার (৬ জুন) সকালে প্রধানমন্ত্রী বিমানে মদিনার উদ্দেশে জেদ্দা ত্যাগ করবেন এবং মদিনায় তিনি মদীনা হিলটন হোটেলে অবস্থান করবেন।
মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি বাদশাহ্’র আমন্ত্রণে ৫ দিনের সরকারি সফরে সৌদি আরবের জেদ্দায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেসময় জেদ্দায় সৌদি যুবরাজ মুহাম্মদ বিন নায়েফ বিন আবদুল আজিজ এবং সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসিতে স্থায়ী প্রতিনিধি গোলাম মশিহ প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান এবং লাল গালিচার সংবর্ধনা দেন।