রমজানে মমতার স্পেশাল প্যাকেজ
প্রকাশ : ০৪ জুন ২০১৬, ১২:৪৭
ভারতের পশ্চিমবঙ্গে ইসলাম ধর্মালম্বীদের সুবিধার্থে ঈদের আগে রমজান মাসজুড়ে স্পেশাল প্যাকেজের ঘোষণা দিলেন দ্বিতীয়বার ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার (০২ জুন) বিকেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্য খাদ্য অধিদপ্তরের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত দিয়েছেন বলে জানান রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
৫ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত রেশনে মিলবে এই বিশেষ রমজান প্যাকেজ। এই প্যাকেজকে রাজ্য সরকারের খাদ্যসারথি প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে থাকবে প্যাকেট করা ময়দা, ছোলা, চিনি, তেল, খেজুরসহ বেশ কিছু সামগ্রী।
খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, শুধু মুসলমানরাই নন, রাজ্যের প্রতিটি সম্প্রদায়ের মানুষই এ প্যাকেজের মাধ্যমে ভর্তুকি মূল্যে প্যাকেটজাত খাবার পাবেন।
তিনি আরো বলেন, রমজান মাসজুড়ে বিশেষ প্যাকেটগুলোতে থাকবে এক কিলোগ্রাম ময়দা, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম ছোলা, এক লিটার সরষের তেলসহ বিভিন্ন সামগ্রী। বাজারের দামের চেয়ে অন্তত ১০ রুপি কমে এই পণ্য বিক্রি হবে।