শেষ জরিপেও হিলারী জেতার সম্ভাবনা ৯০ শতাংশ
প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৬, ১১:৩১
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে করা একটি জাতীয় নির্বাচনী জরিপে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার প্রায় ৯০ শতাংশ সম্ভাবনা আছে বলে দেখা গেছে।
বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোস এর বিভিন্ন রাজ্য জরিপে এ ফল দেখা গেছে।
জরিপে দেখা গেছে, এই নির্বাচনে ট্রাম্প বাজিমাত করতে পারবেন কিনা তা নির্ভর করছে ছয় অথবা সাতটি অঙ্গরাজ্যে শ্বেতকায়, কৃষ্ণকায় ও হিস্পানিক ভোট কী পরিমাণ পড়ছে তার ওপর।
নির্বাচন শুরু হওয়ার কয়েক ঘন্টা আগের জরিপ বলছে, পপুলার ভোটের ৪৫ শতাংশ হিলারি ও ৪২ শতাংশ ট্রাম্প পাবেন এবং ইলেক্টোরাল কলেজে হিলারি ৩০৩ ভোট ও ট্রাম্প ২৩৫ ভোট পাওয়ার পথে রয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে একজন প্রার্থীকে ইলেক্টোরাল কলেজে ২৭০ ভোট পেতে হবে।
ট্রাম্পের জয়ের সম্ভাবনা নির্ভর করছে ফ্লোরিডা, মিশিগান, নর্থ ক্যারোলাইনা ওহাইও এবং পেনসিলভ্যানিয়ার ফলাফলের ওপর। রবিবার জরিপ শেষ হওয়া পর্যন্ত হিলারি পেনসিলভ্যানিয়ায় কিছুটা এগিয়ে থাকলেও অন্যান্য অঙ্গরাজ্যগুলোতে দুই প্রার্থীর পক্ষে প্রায় সমান সমান সমর্থন লক্ষ্য করা গেছে।