দুই শিশুকে বছর ধরে যৌন হেনস্তা, মা-বাবা গ্রেপ্তার
প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৬, ১৩:২২
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2016/11/05/image-3734.jpg)
ভারতের হায়দরাবাদের একটি কলোনি থেকে ৮ ও ১০ বছর বয়সী দুই বোনকে উদ্ধার করা হয়েছে, যাদের কমপক্ষে এক বছর ধরে যৌন হেনস্তা করা হয়েছে বলে মনে করছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে শিশু দুটির মা-বাবাকে।
পুলিশের ভাষ্য, তাদের মা-বাবার জ্ঞাতসারে দীর্ঘদিন ধরে যৌন হেনস্তা হয়েছে মেয়ে দুটিকে। একটি অভিযোগের জের ধরে জানাজানি হয় বিষয়টি।
একটি বেসরকারি স্কুলে পড়ুয়া দুই শিশুর একজন পেটে ব্যথা হয়েছে বলে জানায় এক শিক্ষককে। বিষয়টি অস্বাভাবিক মনে হয় ওই শিক্ষকের কাছে। বিষয়টি তিনি জানান এক মানবাধিকার সংগঠনকে। সেই সংগঠনের কাছ থেকে খবর পেয়ে শিশু দুটিকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, শিশু দুটির মা-বাবার বাড়ি উত্তর প্রদেশে। ১৬ বছর ধরে হায়দরাবাদে বসবাস করছে তারা।
মামলায় গ্রেপ্তার হওয়া শিশু দুটির বাবা জাফর মেয়েদের যৌন হেনস্তা করেছেন বলে মনে করছে পুলিশ। এমনকি জাফরের ১৪ বছর বয়সী ছেলেও যৌন হেনস্তায় জড়িত বলে মনে করা হচ্ছে। এমন বাস্তবতায় যৌন অপরাধ চক্রকে খুঁজে বের করতে মুঠোফোনের রেকর্ড খতিয়ে দেখছে পুলিশ।