কাশ্মীর নিয়ে ব্রিটেন মাথা ঘামাবে না
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ১৫:০৯
চলতি বছরের নভেম্বরে ভারত সফর করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে। সফরে কাশ্মীর নিয়ে আলোচনা থাকবে কী না- ব্রিটেনের হাউস অফ কমন্সে তোলা এ প্রশ্নে টেরেসা মে জানিয়েছেন, কাশ্মীর ভারত ও পাকিস্তানের সমস্যা। তাদেরকেই এর সমাধান খুঁজতে হবে। কাশ্মীর নিয়ে ব্রিটেন মাথা ঘামাবে না।
পাকিস্তান বংশোদ্ভূত লেবার পার্টির সাংসদ ইয়াসমিন কুরেশি ওই প্রশ্ন করেন। তিনি বলেন, ভারত সফরের সময় কাশ্মীর নিয়ে প্রধানমন্ত্রী কী আলোচনায় বসবেন? কাশ্মীরিদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করবেন তো?'
জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন তো রয়েছেনই। কুরেশির সঙ্গে কথা বলে নেবেন তিনি।
ক্ষমতায় আসার পর এই প্রথম ইউরোপের বাইরে সফরে বেরোচ্ছেন টেরেসা মে। তার সঙ্গে থাকছেন ব্রিটেনের বাণিজ্য মন্ত্রী লিয়াম ফক্স। এ সফরে শুল্কহীন বাণিজ্যিক লেনদেন নিশ্চিত ও ভারত-ব্রিটেন প্রযুক্তি সম্মেলনের উদ্বোধন করবেন টেরেসা মে।