ইন্দোনেশিয়ায় ৬.৩ মাত্রার ভূমিকম্প
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৬, ১৬:১৪
ইন্দোনেশিয়ার জাভা সাগরে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (১৯ অক্টোবর) সকাল ৭টা ২৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে জাকার্তা গ্লোব।
সংবাদমাধ্যমটি জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পশ্চিম জাভার রাজধানী সুবাং থেকে ১২০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬৫৪ কিলোমিটার।
দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র সুতপো পুরৌ নাগরোহো জানিয়েছেন, ভূমিকম্পটির স্থায়িত্বকাল ছিল ৫ থেকে ৮ সেকেন্ড। রাজধানী জাকার্তাসহ পশ্চিম জাভার বেশ কয়েকটি এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
তিনি বলেন, আমরা যত দূর জানি কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভূমিকম্পের কেন্দ্রস্থল অনেক গভীরে হওয়ায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আক্রান্ত এলাকায় লোকদের স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত আছে।