প্রেসিডেন্টকে ফার্স্টলেডি’র হুমকি

প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৬, ২৩:৪৬

জাগরণীয়া ডেস্ক

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারিকে হুমকি দিয়েছেন ফার্স্টলেডি। সরকারে রদবদল না আনলে পরবর্তী নির্বাচনে তাঁকে সমর্থন দেবেন না বলেছেন ফার্স্টলেডি আয়েশা বুহারি।

ফার্স্টলেডি আয়েশা বুহারি বলেন, প্রেসিডেন্ট যেসব শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ দিয়েছেন, তাঁদের অধিকাংশকে তিনি নিজেই চেনেন না। ফার্স্টলেডির ভাষ্য, ক্ষমতাসীন দলের আদর্শ ও লক্ষ্য যাঁরা ধারণ করেন না, তাঁরাই এখন কিছু লোকের প্রভাবে শীর্ষ পদে নিয়োগ পাচ্ছেন।

নাইজেরিয়ার ফার্স্টলেডি আরো জানান, এ অবস্থা চলমান থাকলে তিনি ভবিষ্যৎ নির্বাচনে স্বামীর জন্য প্রচারে নামবেন না তিনি।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত