ভারতে পদপিষ্ট ২ নারী নিহত, আহত ২৪
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৬, ১৯:৩০
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2016/10/09/image-3044.jpg)
ভারতের লখনউয়ের আলামবাগে বহুজন সমাজবাদী পার্টির র্যালিতে পদপিষ্ট হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৪ জন। ৯ অক্টোবর (রবিবার) সকালে এ ঘটনা ঘটে।
দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়বতীর ভাষণ চলাকালে হুড়োহুড়িতে এই পদপিষ্টের ঘটনা ঘটে। জানা গেছে, ৫ লক্ষেরও বেশি মানুষ জড়ো হয়েছিলো ঐ সমাবেশে।
পার্টির প্রতিষ্ঠাতা কাশীরামের স্মরণেই রবিবার সকালে এই র্যালির আয়োজন করা হয়েছিল। ২০০৬ সালের ৯ অক্টোবর প্রয়াত হন বহুজন সমাজবাদী পার্টি দলের প্রতিষ্ঠাতা কাশীরাম।
বেলা ১২টার দিকে কয়েক শো লোক মেনগেট দিয়ে ইকোগার্ডেনের ভিতরে ঢোকার চেষ্টা করলে ভিড়ের চাপে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মহিলার। বাকি আহতদের লোক বন্ধু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র: এই সময়