হিলারিকে হত্যা করার হুমকি দিলেন ট্রাম্প
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ২৩:১৩
ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের ওপর রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আক্রমন বেড়েই চলছে। এর আগেও অনেক উষ্কানিমূলক বক্তৃতা তিনি দিয়েছেন। আর এবার তিনি যা বললেন, তাতে বলা চলে, হিলারিকে হত্যা করা হোক এমনই প্রত্যাশা ব্যক্ত করেছেন এই প্রেসিডেন্ট প্রার্থী।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এক জনসভায় কথাগুলো বলেন ডনাল্ড ট্রাম্প। তিনি হিলারি ক্লিনটনের দেহরক্ষীদের হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়ারও আহ্বান জানান। এবং বলেন, ‘অস্ত্র সরিয়ে ফেলুন। দেহরক্ষীদের নিরস্ত্র করে দিন। দেখুন আপনার কি অবস্থা হয়।’
অস্ত্র নিয়ন্ত্রণে হিলারি ক্লিনটনের শক্ত অবস্থানের বিরোধীতা করতে গিয়েই এমনসব কথা বলেন ট্রাম্প। তার এ বক্তৃতা যুক্তরাষ্ট্র জুড়ে নতুন সমালোচনার ঝড় তুলেছে।
মিয়ামির ওই জনসভায় ডনান্ড ট্রাম্প বলেন, ‘তিনি তো অস্ত্র চান না। তাহলে অস্ত্রগুলো কেড়ে নিন। আমরা দেখি কি ঘটে। এর ফল ভয়াবহই হবে।’
হিলারির ক্যাম্পেইন ম্যানেজার রবি মুক এক বিবৃতিতে জানিয়েছেন, ট্রাম্পের এই মন্তব্য, সহিংসতাকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কিছুই নয়। দেশের কমান্ডার ইন চিফ হতে চান এমন কারো মুখ থেকে এ ধরনের বক্তব্য অগ্রহণযোগ্য।