পোকেমন গো: জাপানে গাড়ি দুর্ঘটনায় নারী নিহত

প্রকাশ : ২৫ আগস্ট ২০১৬, ১৪:৪৫

জাগরণীয়া ডেস্ক

জাপানে পোকেমন গো খেলায়রত চালকের গাড়ির আঘাতে একজন নারী নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বিবিসি বলছে, মঙ্গলবার (২৩ আগস্ট) দিনের শেষভাগে তোকুশিমা শহরে ৩৯ বছর বয়সী ওই চালকের গাড়ির আঘাতে দুই পথচারী নারী আহত হন। আহত অপর নারীর অবস্থা গুরুতর। 

গ্রেপ্তার হয়ে কারাগারে আটক ওই চালক পুলিশকে জানিয়েছেন, তিনি সতর্কভাবে রাস্তায় তাকাচ্ছিলেন না।

বুধবার (২৪ আগস্ট) দিনের শেষভাগে পুলিশ জানিয়েছে, ব্যাপকভাবে জনপ্রিয় এই খেলার সঙ্গে সম্পৃক্ত প্রাণঘাতী দুর্ঘটনা জাপানে এই প্রথম। 

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, এক বিবৃতিতে পোকেমন গো খেলার নির্মাণকারী প্রতিষ্ঠান নিয়ানটিক নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

চলন্ত গাড়িতে গেমটি খেলার সময় কেউ স্মার্টফোন অ্যাপে সনাক্ত হলে তাকে সতর্ক করা হয়। বিশ্বের অনেক ঐতিহ্যবাহী নিদর্শন এবং স্পর্শকাতর স্থান ভ্রমণের সময় এ খেলা নিষিদ্ধ।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত