মেঝেতে শিশু পড়ে নেই, পড়ে আছে আমার মন!

প্রকাশ : ২১ আগস্ট ২০১৬, ২৩:৫৭

জাগরণীয়া ডেস্ক

একটি কর্মব্যস্ত ব্যাংক এর ছবি। সেখানে ডেস্কে বসে কাজ করছেন এক নারী। এতোটুকু পর্যন্ত স্বাভাবিকই মনে হবে ছবিটি। কিন্তু পরক্ষণেই যখন চোখে পড়বে ডেস্কের পেছনে মেঝেতে শুয়ে থাকা একটি শিশু তখনই যেন খটকা লাগে। তবে এর পেছনের কাহিনী শুনলে চোখে জমবে জল, মন ভরে যাবে একইসাথে ভালোবাসা, শ্রদ্ধা ও বিশন্নতায়।

সম্প্রতি স্বাতী চিতল্কর নামের ভারতীয় এক নারীর ফেসবুকে পোস্ট করা ঐ ছবিটি ভাইরাল হয়ে উঠে ফেসবুকে।  পোস্টে স্বাতী লিখেছেন, “মেঝেতে কোনও শিশু শুয়ে নেই। আমার মনটা ওখানে পড়ে রয়েছে। ওর খুব জ্বর। অন্য কারও কাছে থাকতে রাজি হচ্ছিল না। দিনের অর্ধেকের বেশি হয়ে যাওয়ায় ছুটি নেয়া সম্ভব হয়নি, একটা জরুরি ঋণ দেয়ার কাজও ছিল। কিন্তু জানতাম, আমাকে দুটো দিকই সামলাতে হবে”।

পোস্টের শেষে স্বাতী লিখেছেন, “এই পোস্ট সেই সব মন্ত্রীকে বার্তা দেওয়ার জন্য, যারা বিধানসভায় ঘুমোন।”

স্বাতীর এই পোস্টটি দেওয়ার কিছুক্ষণ পরই তা ভাইরাল হয়ে যায়। একুশ হাজারেরও বেশি ‘শেয়ার’ হয়েছে স্বাতীর পোস্ট। শুধু নারীরা নন, অনেক পুরুষও স্বাতীর ‘সাহসী’ এই পোস্টের প্রশংসা করেছেন। সেই সঙ্গে ভারতের নেতা-মন্ত্রীদের কটাক্ষ করতেও তারা ছাড়েননি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত