মারা গেলেন ওমরান দাকনিশের বড় ভাই

প্রকাশ : ২১ আগস্ট ২০১৬, ১২:২৬

জাগরণীয়া ডেস্ক

সিরিয়ার আলেপ্পো শহর থেকে উদ্ধার হওয়া বিমান হামলায় ক্ষত বিক্ষত ও বিশ্ব মানবতাকে নাড়া দেয়া আলোচিত ওমরান দাকনিশের বড় ভাই ১০বছর বয়সী আলী দাকনিশ মারা গেছেন। আলী দাকনিশ বোমা হামলায় গুরুতর আহত হয়েছিল।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানায়, ১৭ আগস্ট ওই বোমা হামলার কারণে অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণে আলীর মৃত্যু হয়েছে।

মানবাধিকার সংগঠন সিরিয়া সলিডারিটি ক্যাম্পেইন জানিয়েছে, রুশ বিমান হামলায় দাকনিশ পরিবারের বাড়িটি বিধ্বস্ত হয়।

সিরিয়ায় বিদ্রোহীদের দখলে থাকা এলাকাগুলোতে রাশিয়া এবং সিরিয়ার সরকারি বাহিনী যুদ্ধ বিমান থেকে হামলা চালাচ্ছে। তবে ওমরান দাকনিশের বাড়িতে হামলার কথা অস্বীকার করেছে রাশিয়া।

বিমান হামলায় বিধ্বস্ত একটি বাড়ির ধূলা ময়লা থেকে পাঁচবছর বয়সী ওমরানকে রক্তাক্ত ও আহত অবস্থায় বের করে আনা হয়। তার সেই ছবি ও ভিডিও আলেপ্পো শহরে আটকে পড়া বেসামরিক মানুষদের দু:খ-দুর্দশার প্রতীকী চিত্র হয়ে উঠেছে, যা সারা বিশ্বকে হতবাক করে দেয়। ভিডিও চিত্রে দেখা যায়, রক্তাক্ত সারাগায়ে ধূলি মাখা ভীত শিশু ওমরান একটি অ্যাম্বুলেন্সের সিটে বসে রয়েছে, একটু পরেই সে নিজের মুখে হাত বুলিয়ে রক্ত দেখতে পেয়ে চমকে ওঠে। এই ভিডিও আর ছবি প্রকাশ করে সিরিয়ার বিদ্রোহীরা ।

সিরিয়ার একসময়কার শিল্প ও বাণিজ্য নগরী হিসেবে খ্যাত আলেপ্পোতে কয়েক সপ্তাহ ধরেই সিরিয়ান বিদ্রোহী আর সরকারি বাহিনীর মধ্যে লড়াই চলছে। সহিংসতায় কয়েকশ মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত