আমরা এখন স্বর্গের মত নিরাপদ স্থানে আছি: জেসিন্ডা
প্রকাশ : ০৬ মে ২০২০, ১৬:৪৬
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বছেলেন, ‘করোনাভাইরাস মোকাবেলায় অনেক দেশের আগেই আমরা আমাদের অর্থনীতি পুনরুদ্ধারের জায়গায় নিয়ে এসেছি। কৌশলগত দিক থেকে আমরা এখন স্বর্গের মত নিরাপদস্থানে আছি।’
৬ মে (বুধবার) এক সংবাদ সম্মেলনে একথা বলেন জেসিন্ডা আরডার্ন।
জেসিন্ডা বলেন, ‘আমরা এখন মানসম্পন্ন ব্যবসা-বাণিজ্যের কার্যক্রমকে স্বাগত জানাতে প্রস্তুত। স্বাস্থ্য ও ব্যবসা উভয় দৃষ্টিকোণ থেকেই আমরা এখন নিরাপদ।’
প্রাণঘাতী কোভিড-১৯ মোকাবিলায় যেসব দেশ এখন পর্যন্ত সাফল্য দেখিয়েছে নিউজিল্যান্ড এর মধ্যে অন্যতম। প্রাদুর্ভাবের শুরুতেই কঠোর সব পদক্ষেপ নেয় দেশটি।
এক মাসের বেশি সময় ধরে চলা কড়া লকডাউনে নিউজিল্যান্ডে করোনা পরিস্থিতি এখন পুরো স্বাভাবিক। চলতি সপ্তাহে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মাত্র দুজন।
করোনাভাইরাসে নিউজিল্যান্ডে আক্রান্তের সংখ্যা মাত্র ১,৪৮৮ জন; মৃত্যু হয়েছে ২১ জনের।