বেইজিংয়ে ১৪ দিনের সেল্ফ কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৩

জাগরণীয়া ডেস্ক

বর্ধিত ছুটি কাটিয়ে যারা নতুন করে বেইজিংয়ে ফিরেছেন করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধে তাদের ১৪ দিনের জন্য সেল্ফ কোয়ারেন্টাইনে (পরীক্ষা করার ব্যবস্থা) কাটাতে আদেশ দেয়া হয়েছে। একই সাথে কেউ না মানলে তাকে শাস্তির আওতায় আনা হবে বলেও জানিয়েছে বেইজিং।

বেইজিং ভাইরাস প্রিভেনশন ওয়ার্কিং গ্রুপের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে বেইজিংয়ে ফিরে আসা সবাইকে ঘরে বসে থাকা উচিত। অথবা ১৪ দিনের জন্য গ্রুপ পর্যবেক্ষণে থাকতে হবে। বেইজিংয়ের সরকারি সংবাদপত্রে বলা হয়েছে, কেউ না মানলে তাকে শাস্তির আওতায় আনা হবে।

চীনের হুবেই প্রদেশে নতুন করে আরও ২ হাজার ৪০০ জনের বেশি লোক আক্রান্ত হওয়ার পর এ নির্দেশনা দেয়া হয়েছে। প্রদেশটিতে নতুন করে মারা গেছেন ১৩৯ জন। ফলে পুরো চীনে মোট আক্রান্তের সংখ্যা ৬৬ হাজারে দাঁড়ালো। মৃতের সংখ্যা ১ হাজার ৫০০।  

অপরদিকে চীনের বাইরে ২৬টি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। আক্রান্ত দেশগুলোর মধ্যে এশিয়া প্যাসিফিক অঞ্চলের, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের দেশ রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত