চীন সফরে যাচ্ছেন অং সান সুচি
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৬, ১৭:২৫
চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে ১৭ আগস্ট (বুধবার) পাঁচদিনের এক সরকারি সফরে চীন যাচ্ছেন, মিয়ানমারের রাষ্ট্রীয় কাউন্সিলর অং সান সুচি।
সোমবার (১৫ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দুই দেশের মধ্যে নতুন পর্যায়ে ব্যাপক কৌশলগত সহযোগিতার অংশীদারিত্বের ক্ষেত্রে এ সফর হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরকালে দ্বি-পাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সুচির সঙ্গে চীনের নেতারা মতবিনিময় করবেন।
এদিকে গত মার্চ মাসে ঐতিহাসিক নির্বাচনে অং সান সুচির দল এনএলডি’র জয়ের মাধ্যমে মিয়ানমারে সামরিক শাসনের অবসান ঘটে। নতুন সরকার গঠিত হওয়ার পর মিয়ানমারের প্রথম কোনো নেতা হিসেবে সুচি চীন সফরে যাচ্ছেন।
চীন বিশ্বাস করে সুচির এই সফর তাদের দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি দুই দেশের মধ্যে কৌশলগত যোগাযোগ ও বাস্তব সহযোগিতা বৃদ্ধি করবে।